বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গ কাঁপাচ্ছে বৃষ্টি। ওদিকে গতকালই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি।
এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি।
উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতার সর্বত্র প্রবেশ করেছে বর্ষা।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু কিছু অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি প্রবেশ করেছে। উত্তরবঙ্গের মালদার কিছু অংশে বর্ষা প্রবেশ বাকি ছিল এদিন সেখানেও প্রবেশ করেছে বর্ষা।
আরও পড়ুন: ঘুম উড়ল শিক্ষকদের, মমতার ক্ষোভের পরই রাজ্যের সব স্কুলে নোটিস জারি করল শিক্ষা দফতর
এদিকে উত্তরবঙ্গ প্রবল বৃষ্টি চলছে। শনি ও রবিবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে। আলিপুরদুয়ার, কোচবিহারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। ২৫ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে।