বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা ঢুকলেও তা দেখে বোঝার উপায় নেই। কোথাও কোথাও হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। উল্টে ভ্যাপসা গুমোট গরমে অস্থির দশা। কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে? সেই আশায় এখন চাতকের দশা সকলের। তবে এরই মাঝে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, এবার মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে। যার জেরে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার দাপটের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। যদিও খুব সামান্যই বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। পাশাপাশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: সুকান্ত অতীত, বঙ্গ BJP-র বিরাট দায়িত্ব পেতে চলেছেন এই হেভিওয়েট নেতা! নাম ফাঁস হতেই তোলপাড়
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে উত্তরের কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।