বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষা ঢুকেছে দু’দিন আগেই। আবহাওয়া দপ্তরের (Weather Office) আপডেট অনুযায়ী, আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মেঘলা থাকবে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এরপর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টি এখনই হবে না। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জোরালো নয়। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া।
আরও পড়ুন: কিছুক্ষণেই মেঘ ছিঁড়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা: আবহাওয়ার খবর
আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। এর মধ্যে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, ও কালিম্পং-এ।