বাংলা হান্ট ডেস্ক: হাইভোল্টেজ মঙ্গলবার। চলছে লোকসভা ভোটের গণনা (Loksabha Vote)। এরই মাঝে রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ, কোথাও উঁকি দিচ্ছে রোদ, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আজ ভোট গণনার গোটা দিন কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? জানুন আবহাওয়ার আপডেট (Weather Update)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জুন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। ঝড়-বৃষ্টি হবে কলকাতাতেও।
ঝড়-বৃষ্টির কারণে এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা। অধিকাংশ জেলাতেই রাতের দিকে বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
আরও পড়ুন: বিষ্ণুপুরে গণনা কেন্দ্রে ধুন্ধুমার! সৌমিত্র খাঁ এগিয়ে যেতেই BJP-র ক্যাম্প অফিসে তৃণমূলের তাণ্ডব
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এর মধ্যে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।