বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ, গতকাল রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় খানিক বৃষ্টিও হয়েছে। আজও ভিজতে পারে একাধিক জেলা। পাশাপাশি থাকবে ঝোড়ো হওয়ার দাপট। আজ দিনভর কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? রইল আবহাওয়ার আপডেট (Weather Update)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। যার জেরে গরম থেকে খানিক স্বস্তি মিলতে পারে।
বুধবারের পর কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে তবে বাড়বে গরম। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে চড়বে তাপমাত্রার পারদ। শুক্রবার ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে।
বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সন্ধ্যার পর কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত সৌমিত্রর! কড়া টক্কর দিয়েও জয় অধরা সুজাতার
আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সবকটি জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে।