বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal) উর্দ্ধমুখী তাপমাত্রা৷ আর জেলায় জেলায় বাড়ছে গরম ও চরম অস্বস্তি। গতকাল বৃষ্টি হলেও সকাল থেকে দাপট দেখাচ্ছে সূর্য। আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস মিলেছে।
আজ দিনভর কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে রাতের দিকে সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় বজায় থাকবে অস্বস্তি।
এরপর বুধবারের পর থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এরই মাঝে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়বে। যদিও তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি।
উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা সেখানেই থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ আশেপাশের এলাকাতেও রাতের দিকে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। প্রায় রোজ রাতের দিকেই জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ।
আরও পড়ুন: নীতীশ-নায়ডুকে ছাড়াই সরকার গড়তে পারবে NDA? কিভাবে? সমীকরণ দেখলে মাথা ঘুরে যাবে
এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এ। বুধবার সবকটি জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে। আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই।