বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে তাপমাত্রা৷ সকাল থেকেই গরম আর অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। ওদিকে বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে। তবে এরই মাঝে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পরই বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জেলায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস আপাতত নেই। আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এরই মাঝে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন: ভাঙবে মোদী-শাহ জুটি! স্বাস্থ্য, অর্থ মন্ত্রক থেকে লোকসভার স্পিকার, কী কী চাইছেন ‘ধূর্ত’ নাইডু?
বুধবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এ। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা গুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার বইতে পারে। আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।