বাংলা হান্ট ডেস্ক: ফের বাড়ছে গরম। রোজই নাগালের বাইরে তাপমাত্রা। আর এবার ফের শুরু হচ্ছে তাপপ্রবাহ। জুন মাসের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টি সম্ভাবনাও কমছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মাঝে আজ থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Weather Update)।
আজ শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করা করেছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দিনভর গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। এদিন মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। অবস্থা অনুকূল থাকলে ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। শনিবার এবং রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হবের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে তাতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আজকের রাশিফল ৮ জুন, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সাথে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে। উত্তরের জেলা গুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।