বাংলা হান্ট ডেস্ক: হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ফের একবার সেই অসহ্যকর তাপপ্রবাহ এসে হাজির হয়েছে দক্ষিণবঙ্গে। মাঝে ঘূর্ণাবর্ত এবং কালবৈশাখী থেকে শুরু করে রেমালের দাপটে বেশ কিছুটা স্বস্তি পেয়েছিল রাজ্যের মানুষ। তবে আপাতত সেসবের পালা চুকেছে। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা। ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে। ওদিকে গত মাসের শেষেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। যার জেরে উত্তরের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইসলামপুরেই আটকে আছে। অবস্থা অনুকূল থাকলে ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিনে আরও ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায়।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হতে পারে। তবে আজ স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।
আরও পড়ুন: স্কুল খুললেও শুরু হবে না পঠন-পাঠন! কারণ কী? গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট
ওদিকে উত্তরে চলছে ঝড়-বৃষ্টির তাণ্ডব। আজ ভারী বৃষ্টির হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায়। সাথে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে। এই জেলা গুলি ছাড়া আজ উত্তরবঙ্গের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।