রোদ উধাও হয়ে ছেয়ে যাবে কালো মেঘ! কিছুক্ষণেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

বাংলা হান্ট ডেস্ক: কোথাও মেঘলা আকাশ তো কোথাও উঁকি দিচ্ছে হালকা রোদ। আষাঢ় মাস শেষ হতে চললেও চেনা ছন্দে বর্ষাকে দেখতে পারেনি দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। বর্তমানে বৃষ্টির আশায় চাতকের দশা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরই মাঝে বলতে না বলতেই সুখবর। আজ কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খবর দিল আবহাওয়া দফতর।

কোথায় কোথায় তেড়ে বৃষ্টি (South Bengal Weather)?

আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায়। তবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক জেলায়।

   

বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া সর্বত্র বৃষ্টির সম্ভাবনা।

সপ্তাহান্তে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতায় সহ ভাসতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তার আগে আগামী দু-দিন বৃষ্টি সামান্য হবে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

weather 4444

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে কলকাতায় কমতে চলেছে ২৫০০ বাস! কবে থেকে? মাথায় হাত যাত্রীদের

গত মাস থেকেই টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আজও সকাল থেকে চলছে ডোজ। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের জেলাগুলি। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বৃষ্টি জারি থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর