বাংলা হান্ট ডেস্ক: বর্ষা শুরুর প্রথম দিকে চাতকের দশা হলেও অগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Department)। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি হারাবে।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি (South Bengal Weather)
সপ্তাহের শুরুতে টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। দু’দিন থেকে অবশ্য সেই দাপট কমেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আপাতত কয়েকদিন স্থানীয় মেঘের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলা গুলিতে। পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণ হবে না।
কলকাতার আবহাওয়া: আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টি হালকা কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: ‘ওনাকে কেন এখনও গ্রেফতার করা হয়নি?’, ভরা এজলাসে কার গ্রেফতারির কথা বললেন জাস্টিস সিনহা?
উত্তরে আবহাওয়া কেমন? আগামী সাতদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রবিবার রাতের দিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে।