আজ থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় জারি সতর্কতা? আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। চলতি মাসেও হতে পারে তেমনটাই। ইতিমধ্যেই সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। গোটা মাস জুড়ে একাধিক নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। যদিও এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে।

এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে বেশ কিছু অংশে।

আজ কোথায় অধিক বৃষ্টি?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না সপ্তাহের শুরুতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে পড়বে, শক্তি হারাবে।

কলকাতার আবহাওয়া: আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হালকা কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

south bengal weather

আরও পড়ুন: Neha Amandeep: মাত্র ৩ মাসেই ফ্লপ ‘যোগমায়া’, ব্যর্থতা কাটিয়ে হ্যান্ডসাম নায়কের সঙ্গে কামব্যাক করছেন নেহা আমনদীপ

উত্তরের আবহাওয়া: আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হবে না উত্তরেও। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাতদিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X