বাংলা হান্ট ডেস্ক: রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে মা আসছে। গত দু’দিন সেভাবে বৃষ্টি (Rainfall) হয়নি কোথাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে খুব সামান্য বর্ষণের পূর্বাভাস।
কী বলছে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে ফের খানিকটা বৃষ্টি বাড়তে পারে। ৫ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর আরও বাড়তে পারে বৃষ্টি।
এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনও জেলায় মেঘলা আকাশ থেকে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র, শনি ও রবি এই তিন দিন অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে পূর্বাভাস। কলকাতাতেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মহানগরী ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। গত কয়েকদিনে বৃষ্টি কমায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। আগামী দু’দিনে আরও গরম বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন: কমলা হ্যারিস জিতলে আমেরিকার পতাকা পোড়ানো মুসলমানরা হবে….ডোনাল্ড ট্রাম্পের পোস্টে শুরু হইচই
উত্তরের আবহাওয়া: আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্যই। বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা।