বাংলা হান্ট ডেস্ক: কয়েকদিন থেকে বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দিনে রোদ ঝলমলে আকাশ। কিছু বেড়েছে তাপমাত্রাও। যদিও কোনো কোনো জেলায় বৃষ্টি এখনও চলছে। এরই মাঝে দুর্যোগের খবর শোনালো আবহাওয়া দপ্তর (Weather Office)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দুই চব্বিশ পরগনায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। ৫ সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে ভালো ভিজতে পারে একাধিক জেলা। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টি এদিন হবে না। দু এক জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন: Rudranil Ghosh: যাঁরা সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছেন তাঁদেরও গ্রেফতার করা হোক: রুদ্রনীল ঘোষ
উত্তরের আবহাওয়া: আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্রই।