১৮ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে বর্ষা এল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর এই দুই দিক থেকে আসা দুই হাওয়ার মিলিত প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণ কি হবে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দিনভর হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।

   

১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall) চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হওয়ার সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে বর্ষণের সম্ভাবনা কমবে।

শনিবার কলকাতায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে (Kolkata Weather)। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩-৩৪ ডিগ্রি সেলিসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা।

south bengal weather

আরও পড়ুন: চোখের সামনেই আছে বড় ফ্রিজ! অথচ খুঁজেই পাচ্ছেন না ৯৮% মানুষ, দেখুন তো আপনি পান কিনা?

উত্তরের বৃষ্টির তীব্রতা কমতে পারে নতুন সপ্তাহ থেকে। তার আগে আজ ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি চলবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর