কলকাতা, হাওড়া সহ জেলায় জেলায় তেড়ে আসছে ঝড়-বৃষ্টি! দু’ঘণ্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস ছিলই। এরই মাঝে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather Office)। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে কলকাতাও। আজ কোন কোন জেলা ভিজবে? লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে জারি সতর্কতা (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় কলকাতা (Kolkata Weather) ও হাওড়া জেলায় বৃষ্টি শুরু হবে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত (Rainfall) হবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

   

আরও পড়ুন: আকাশ কালো করে নামবে আধার! দু’ঘণ্টায় ঝমঝমিয়ে বৃষ্টি এই সব জেলায়: আবহাওয়ার খবর

আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামীকালও একই রকম থাকতে পারে পরিস্থিতি। ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা আপাতত নেই।

weather 46

আরও পড়ুন: অভিজিৎ গাঙ্গুলি অতীত! হাইকোর্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন এই প্রাক্তন বিচারপতি, শোরগোল রাজ্যে

উত্তরবঙ্গে (North Bengal) কিছুটা বৃষ্টি কমেছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বিকেলের পর বৃষ্টি বাড়বে জেলায়। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর