বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে। ওদিকে রাজ্যের উপরে থাকা মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে বাংলা থেকে। যার জেরে আরও বৃষ্টি কমছে দক্ষিণে। ওদিকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর (Weather Office) জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো ছিটেফোটাও সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে।
সপ্তাহের শেষে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে? (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে। তাই সপ্তাহন্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বুধে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে। বৃষ্টির সম্ভাবনা কেবল পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায়।
এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও (Kolkata)।
আরও পড়ুন: বঙ্গে গেরুয়া শিবিরে শেষ সুকান্ত জমানা? রাজ্য সভাপতি হবেন কে? শুভেন্দু ছাড়াও রয়েছে এই তিন নাম
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, কোচবিহারে। বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা বর্ষণের দুর্যোগ কমতেই অনেকটা বেড়েছে তাপমাত্রা।