বাংলা হান্ট ডেস্ক: রোদের জ্বালা পোড়ার মাঝে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলা। শনিবার থেকেই আবহাওয়ার বড় বদলে আসতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
অবশেষে ভারী বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গ? (South Bengal Weather)
হাওয়া অফিস সূত্রে খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে। তাই সপ্তাহন্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
জুলাইয়ের শেষের দিকে এসে অবশেষে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে গরম। তবে এবার ভারী বর্ষণ হলে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
আজ বুধবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায়। বৃহস্পতিবারও হালকাই বৃষ্টি চলবে। এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন: ‘রাষ্ট্রবাদী মুসলিম চাই না, সংখ্যালঘু ভোট চাই না’, লোকসভায় ভরাডুবির পর বিস্ফোরক শুভেন্দু
শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও (Kolkata)। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।