বাংলা হান্ট ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ (Low Pressure) বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর জেরে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গেরর জেলায় জেলায় বৃষ্টি (South Bengal Weather)
নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই দুই জেলার সর্বত্র ভারী বৃষ্টি হবে না। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টির সিলসিলা বজায় থাকবে। রবিবার ছুটির দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ও হতে পারে। সোমবার বৃষ্টির রেশ কমবে। সপ্তাহের প্রথম দিন বৃষ্টির হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।
আরও পড়ুন: এবার সরকারি চাকরিতেও কাটছাঁট? নবান্নের নির্দেশ আসতেই মাথায় হাত সরকারি কর্মীদের
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। এরপর
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে। বৃষ্টির রেশ কমায় উত্তরের একাধিক জেলায় তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।