৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বর্ষা হানা দিয়েছে দক্ষিণবঙ্গে। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলা গুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও (Rainfall) হয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। আজ দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায়। সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহভর বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

আজ থেকে বৃষ্টি কমলেও গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। রোদ বৃষ্টির লুকোচুরি জারি থাকবে দক্ষিণবঙ্গে।

   

বৃহস্পতিবার থেকে ৩০ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ফলত বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ।

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তাল থাকতে পারে সমুদ্র। আগামী ২৬ জুলাই পর্যন্তউত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনও কখনও সেই গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

South Bengal weather

আরও পড়ুন: আজকের রাশিফল ২৫ জুলাই, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

কলকাতায় আজ কয়েক পশলা বৃষ্টি হবে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে উত্তরবঙ্গেও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই। আজ ভারী বৃষ্টির জেলা সতর্কতা নেই উত্তরের কোথাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর