দু’ঘণ্টায় ভারী বৃষ্টি কলকাতায়! দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: অবিরাম বৃষ্টি চলছেই। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক অংশ। শনিবারও কিছু কিছু অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আপাতত বৃষ্টি চলবে আরও দু’দিন।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া

রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে।

রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। জারি হয়েছে সতর্কতা। সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টি কমবে। রবিবারের পর দক্ষিণের বাকি জেলাগুলিতে আর কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। ওদিকে রয়েছে নিম্নচাপ (Low Pressure)। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। ধীরে ধীরে তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে।

south bengal weather

আরও পড়ুন: SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট, কী জানাচ্ছে সুপ্রিম কোর্ট?

সোমার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের পর রবিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবি ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর