বাংলা হান্ট ডেস্ক: মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দিনভর দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। ওদিকে উত্তরেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার জেরে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার থেকে বৃষ্টি সামান্য কমবে দক্ষিণবঙ্গে। কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আপাতত নেই। আজ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ৩০ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত উত্তাল থাকতে পারে সমুদ্র। উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:দাড়িভিট মামলায় নয়া মোড়! এবার বিরাট নির্দেশ প্রধান হাইকোর্টের বিচারপতির, চাপে রাজ্য?
শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওদিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই উত্তরবঙ্গে। আজ কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে।