বাংলা হান্ট ডেস্ক: একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর (Weather Office) জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হতে পারে অতি ভারী বৃষ্টিও। মোটের উপর এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি (South Bengal Weather)
সোমবার অতি ভারী বৃষ্টি সতর্কতা দুই ২৪ পরগনা, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদিয়ায়। এছাড়াও কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে সতর্কতাও।
নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তা বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ওদিকে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বৃষ্টিপাত।
মঙ্গলবার ভারী বৃষ্টিরসিলসিলা জারি থাকবে। আগামীকাল ভারী বৃষ্টিতে ভিজতে পারে বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল আর কী কর ইস্যুতে ছাত্র সমাজের নবান্ন অভিযান। সেই দিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।
আরও পড়ুন: আগস্ট মাসের বেতন পাবেন না এই সকল রাজ্য সরকারি কর্মীরা! কড়া নির্দেশিকা জারি
আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আর কোথাও তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের প্রায় সমস্ত জেলায়।