বাংলা হান্ট ডেস্ক: এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)? পূর্বাভাস অন্তত তেমনটাই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। ফলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (South Bengal Weather)
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিও শুকনো থাকবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস থেকবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
জুনের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। তবে সুখবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি সামান্য কমলেও কলকাতা সহ দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই Wide Spread বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ ও আগামীকাল মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পরপর ছুটি! অগাস্ট মাসে কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা
আজ ও আগামীকাল বৃষ্টি কমই থাকবে উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।