বেলা বাড়লেই তুমুল বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা? আবহাওয়ার খবর 

বাংলা হান্ট ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার ছাত্রসমাজের নবান্ন অভিযান। দুপুর দু’টায় শুরু হবে কর্মসূচী। রাজ্য সরকারের মতে ‘বেআইনি’ এই অভিযানকে রুখতে শহর জুড়ে কড়া প্রহরায় পুলিশি। কিন্তু তার আগেই হাজির বৃষ্টি (Rainfall)। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও সেই ধারা অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

বেলা বাড়লেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর জানাল আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে ওদিকে ২৯ অগাস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। ফলত আপাতত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন তুমুল ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে।
এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
south bengal weather
উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহের এক বা দুই জায়গায়। বাকি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর