বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি কমেছে, বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ক্রমে ওড়িশার দিকে সরে যাচ্ছে। তবে এর জেরে আজও উত্তাল রয়েছে সমুদ্র। যদিও এই নিম্নচাপের কারণে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
আপাতত ভারী বৃষ্টির বিদায় দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুতের কোনও সতর্কতা আপাতত নেই।
শনিবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এদিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই কয়েক জেলা। নিম্নচাপে উত্তাল রয়েছে সমুদ্র। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করা করেছে আবহাওয়া দপ্তর।
আপাতত ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। নগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই ধামাকা, ১৬ লক্ষ জনকে ১০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার
উত্তরের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আপাতত উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।