কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির তোলপাড়! দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগ: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছুদিন ধরে খেল দেখাচ্ছে গভীর নিম্নচাপ। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) তুমুল বৃষ্টি, বিপর্যস্ত একাধিক এলাকা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গভীর নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। ফলত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে।

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

আবার অন্যদিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত যা এ রাজ্যের উপর দিয়ে রয়েছে। সবমিলিয়ে বৃষ্টির দাপট বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলবে জেলায় জেলায়।

   

রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাপমাত্রা খুব একটা না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়াতে। ভিজতে পারে কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার আরও কমবে বৃষ্টি।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় কিছু অংশে। আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি (South Bengal Rain Forecast) জারি থাকবে।

South Bengal weather rainfall in Kolkata North Bengal West Bengal weather update 27th July

আরও পড়ুন: সবাই ‘যোগ্য’, ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ

ওদিকে উত্তরে বাড়ছে বৃষ্টি। আজ থেকে আরও দাপট বাড়ার পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উপরের পাঁচ জেলাতেই অধিক বর্ষণের পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর