আকাশ অন্ধকার! দু’ঘণ্টায় ভারী বৃষ্টির তুলকালাম কলকাতা সহ এই ৭ জেলায়, হবে বজ্রপাতও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে দু-এক পশলা। তবে গুমোট গরম কিন্তু রয়েইছে। এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন জেলার পাশাপাশি আজ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও (Kolkata)। সোম ও মঙ্গল দু’দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে কোথাও কোথাও।

আজ দক্ষিণের কোন কোন জেলা ভিজবে? (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।

আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। এছাড়াও তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। ২২, ২৩ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বিকেল হতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

এরপর বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণে। তবে সপ্তাহভর কম-বেশি বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণে(South Bengal Weather)। ওদিকে উত্তাল রয়েছে সমুদ্র। ফলত মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে।

south bengal weather

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় মানলেও আন্দোলন থামবে না! এবার কী দাবি? চরম বিপাকে হাসিনা সরকার!

গত সপ্তাহ থেকেই উত্তরে এক ধাক্কায় কমেছে বৃষ্টি। বেশ অনেকটাই বেড়েছে তাপমাত্রা। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X