বাংলা হান্ট ডেস্ক: এবার আরও বৃষ্টি (Rainfall) বাড়বে দক্ষিণবঙ্গে। ভাসবে একাধিক জেলা। মঙ্গলবারের জন্য অন্তত এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুর দিনে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) একাধিক অংশে মেঘলা আকাশ ছিল। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে।
উত্তাল সমুদ্র, কী হবে দক্ষিণবঙ্গের? (South Bengal Weather)
আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ সর্বাধিক ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে।
আরও পড়ুন: হাইকোর্টের আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ! প্রতিবাদে কর্মবিরতি আইনজীবীদের
বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে (South Bengal Weather)। উত্তরেও বৃষ্টি কমবে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে। এছাড়া সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।