রাজ-শুভশ্রীর সরস্বতী পুজো, সবুজ শার্ট-ডেনিমে লাইমলাইট কাড়ল ছোট্ট ইউভান

বাংলাহান্ট ডেস্ক: ছেলে ইউভানকে (yuvaan) সঙ্গে নিয়েই সরস্বতীর আবাহনে মাতলেন রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। রাজের কোম্পানি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টে এদিন বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছিল। প্রতিবারের মতো এবারেও পুজোর আয়োজনে কোনো ত্রুটি রাখেননি পরিচালক। শুধু করোনা আবহে বিধি নিষেধ ছিল একটু বেশি।

এদিন হলুদ পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। অন‍্যবার শাড়ি পরলেও এবারে গতে বাঁধা লুক ছেড়ে সবুজ সালোয়ার কামিজ পরেছিলেন শুভশ্রী। ইউভানও মায়ের সঙ্গে তাল মিলিয়ে পরেছিল সবুজ শার্ট ও ডেনিম। সরস্বতী পুজোর লাইমলাইট যে টলিপাড়ার এই খুদে তারকাই কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল‍্য।

IMG 20210216 213940

Screenshot 2021 02 16 21 11 31 884 com.instagram.android
রাজ শুভশ্রীর পুজোয় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। দেখা গেল সস্ত্রীক আবির চ‍্যাটার্জি, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, পরিচালক অরিন্দম শীলকে। গাঢ় হলুদ পাঞ্জাবিতে চরম হ‍্যান্ডসাম দেখাচ্ছিল আবিরকে। সকলের সঙ্গেই হাসি মুখে ক‍্যামেরাবন্দি হন রাজ শুভশ্রী।

https://www.instagram.com/p/CLWvfNHgQ5A/?igshid=1tcr3ul755mag

Screenshot 2021 02 16 21 11 55 711 com.instagram.android
সম্প্রতি ভ‍্যালেন্টাইনস ডে তে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেন শুভশ্রী। ভিডিওতে দেখা যায় রাজকে জড়িয়ে রয়েছেন শুভশ্রী। স্ত্রীর বুকে মুখ গুঁজে শুয়ে রয়েছেন রাজ। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রিয় তারকা জুটির এমন মাখোমাখো প্রেম দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

https://www.instagram.com/p/CLWtd1UswUj/?igshid=1w4lha2ctfttn

শুধু রাজ নন, শুভশ্রীর ভ‍্যালেন্টাইন তাঁর ছেলে ইউভানও বটে। এদিন ছেলের সঙ্গেও ছবি শেয়ার করেন তিনি। ইউভানকে কোলে নিয়ে আদরে, চুমুতে ভরিয়ে দিতে দেখা যায় তাঁকে। সেই ছবি দুটিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। অপরদিকে শুভশ্রীর সঙ্গে লং ড্রাইভে বেরোনোর ভিডিও পোস্ট করেন রাজ। ক‍্যাপশনে লেখেন, ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’।

Niranjana Nag

সম্পর্কিত খবর