পরনে ছোট্ট পাঞ্জাবি-পাজামা, বাবার কোলে চেপে ক‍্যামেরার জন‍্য পোজ দিল ‘রাজপুত্র’ ইউভান

   

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। রাজ (raj chakraborty) শুভশ্রীর পরিবারে এসেছে নতুন সদস‍্য। তাঁদের নয়নের মণি, ছোট্ট রাজপুত্র ইউভান (yuvaan)। সবে আট মাস বয়স ইউভানের। আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী।

সোশ‍্যাল মিডিয়ায় ছেলের হামাগুড়ি দেওয়ার ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। নিজে নিজেই হামাগুড়ি দিতে শিখেছে ইউভান। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল তাকে। আবার কখনো খেলনা নিয়ে বসে খেলতে দেখা গিয়েছিল ইউভানকে। এই মিষ্টি মুহূর্তগুলো ক‍্যামেরাবন্দি করে শেয়ার করেছিলেন শুভশ্রী।

IMG 20210522 162511
এমনকি নিজের পায়ে উঠে দাঁড়াতেও শিখে গিয়েছে ইউভান। নিজে নিজেই আশপাশের জিনিসকে অবলম্বন করে টলোমলো পায়ে উঠে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ছেলের এই ভিডিওটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন রাজ।

নির্বাচনী প্রচারে ব‍্যস্ত থাকায় প্রায় এক মাস ছেলেকে কাছ থেকে দেখতে পাননি রাজ। তাই বাড়ি ফিরেই ইউভানকে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন তিনি। আর ইউভানকেও দেখা গিয়েছে চুপ করে শুয়ে বাবার আদর খেতে। তবে অনেকেই রাজের সমালোচনা করেছিলেন প্রচার থেকে ফিরেই ছেলেকে আদর করার জন‍্য।

https://www.instagram.com/p/CPKT7K5JXxz/?utm_medium=copy_link

ভোটে জেতার পর ছেলেকে সঙ্গে নিয়ে লং ড্রাইভেও যান তিনি। এবার ফের ইউভানের সঙ্গে একটি নতুন ছবি শেয়ার করেছেন রাজ। ছেলেকে কোলে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন পরিচালক‍। বাবার মতো ইউভানও পরেছে সাদা পাজামা পাঞ্জাবি। ভ্রূ কুঁচকে ক‍্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। খুদের ছবিতে লাইক কমেন্টের বন‍্যা। মিষ্টি ইউভানকে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর