দাগ কাটতে পারল না রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’, বয়কটের জেরে বাংলা জুড়ে মোট আয় ২০ লক্ষ

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) একাধিক ছবি বয়কটের আঁচ পড়লো বাংলা সিনেমাতেও। বক্স অফিসে হোঁচট খেল ‘ধর্মযুদ্ধ’। তৃণমূলের তারকা বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র সিনেমা ‘ধর্মযুদ্ধ’-কে বয়কটের ডাক দেয় বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। অভিযোগ, রাজের এই সিনেমায় হিন্দুবিরোধী। ভগবত গীতার শ্লোক পড়ে মানুষের গলা কাটাও নাকি দেখানো হয়েছে বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। এই দাবির বিরুদ্ধে গর্জেও ওঠেন রাজ চক্রবর্তী। এই সমস্ত বিষয়েরই প্রভাব পড়েছে সিনেমাটিতে। প্রথম সপ্তাহে সিনেমাটির রোজগার মোটে ২০ লক্ষ।

‘ধর্মযুদ্ধ’ নিয়ে যখন বয়কটের ডাক দেওয়া হচ্ছে তখন বারাকপুর বিধায়ক তথা বিখ্যাত পরিচালক রাজ বলেছিলেন, ‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল? এদিন রাজের সাথেই সাথে সহমত হয়েছেন অনেকেই। তাঁদের দাবি এরাই আসল ধর্মযুদ্ধ লাগায়।

চলচ্চিত্র সমালোচকদের কাছে ভাল নম্বর পেলেও বক্স অফিসে তেমন সাফল্য পাচ্ছে না রাজের ধর্মযুদ্ধ। এর মাঝে ছবির বয়কটের কথা শুনে গর্জে উঠলেন রাজ। আমির খানের লাল সিং চাড্ডা হিন্দুত্ববাদীর একাংশের বয়কটের মুখে পড়ে বক্স অফিসে প্রত্যাশিত ফল পাচ্ছে না।

raj about dharmajuddha

ইতিমধ্যে বয়কট করা হয়েছে বাংলা ছবি ‘বিসমিল্লাহ’ কেও। এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নিয়েও কুমন্তব্য জায়গা করে নিচ্ছে সোশাল মিডিয়ায়। যে সমস্ত প্রোফাইল থেকে এই কমেন্ট করা হচ্ছে তার বেশির ভাগই ফেক প্রোফাইল। ছত্রপতি শিবাজী মহারাজ নামে একটি পেজ থেকে লম্বা-চওড়া পোস্ট করা হয়েছে। যাতে লেখা, ‘নিজের পকেটের টাকা খসিয়ে ‘বিসমিল্লা’ আর ‘ধর্মযুদ্ধ’ – মুভি দেখার কোনো ইচ্ছাই নাই। পকেটের পয়সা খরচ করে নিজের মাথায় গোঁজা ভরে মাথাটাকে আস্ত একটা ডাস্টবিনে পরিণত করতে কে চায়?

আরেকজন লিখেছেন, পশ্চিমবঙ্গে দাঙ্গা হাঙ্গামা হয়নি এমন নয়, কিন্তু ‘গীতার শ্লোক আওড়ে কেউ বৃদ্ধ নারীর গলায় ছুড়ি বসাচ্ছে’ এই অভিযোগ কোনোদিন কোনো অন্য ধর্মের মানুষও করে নি, করবেও না। গোটা ভারতে এমন দৃষ্টান্ত পাবেন না। এসব দেখিয়ে কাদেরকে ছোট করতে চাইছেন?

অন্যজনের মন্তব্য, ‘একজন কৃষ্ণভক্ত নারী মুসলমান বাঁশিবাদকের মধ্যে কৃষ্ণকে দেখছে’ – এটাও দেখতে হবে? ভাই যারা কৃষ্ণভক্ত নারী, তারা মীরা-র মতো। এর তার মধ্যে তারা কৃষ্ণকে দেখে লুল লুল করে তার প্রেমে পড়ে যায় না। বন্ধ করুন এসব … পয়সা দিয়ে এইসব নোংরা উৎপাদন কেন দেখতে যাবো বলতে পারেন?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর