বাংলাহান্ট ডেস্ক: ঝগড়া শুরু রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সংসারে। ছেলের সামনেই তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়লেন দুজনে। যুক্তি, পালটা যুক্তিতে বাড়ি সরগরম। রাজ শুভশ্রীর এমন ঝামেলা হয়তো আগে কেউই দেখেনি। খুদেও এই বিবাদের মাঝে পড়ে ভ্যাবাচ্যাকা!
ব্যাপারটা কী? রাজ শুভশ্রীর সুখের সংসারে হঠাৎ এমন কী হল যার জন্য এমন রণমূর্তি ধারন করলেন দুজনে? সমস্যার মূলে রয়েছে মোবাইল ফোন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বর্তমান জীবন যাপনের জরুরি অঙ্গ মোবাইল নিয়েই যত আপত্তি অভিনেত্রীর। আরো স্পষ্ট করে বললে মোবাইলের অনলাইন গেম নিয়ে।
আসলে রাজ বসে ছেলেকে অনলাইন গেম খেলা শেখাচ্ছিলেন। শুভশ্রীর চোখে সেটা পড়তেই বিপত্তি। সঙ্গে সঙ্গে রেগে যান তিনি। এইটুকু একটা শিশুকে কিনা অনলাইনে গেম খেলা শেখাচ্ছেন রাজ! ওইসব গেমে তো শেখায় অন্য মানুষদের মারা। এতে কী শিখবে শিশুরা?
পালটা রাজের যুক্তি, এখন তো সব বাচ্চারাই এসব খেলে। তাছাড়া শুভশ্রী নিজেও তো ছেলেকে খাওয়ার সময়ে মোবাইলে গান শোনান, ভিডিও দেখান। কিন্তু অভিনেত্রী কিছু শুনতে নারাজ। এসব পাবজি না হাবজি গাবজি গেমে কত ধরনের বিপদ হয় বাচ্চাদের! শেষমেষ রাজের হাত ছাড়িয়ে ছেলেকে মাঠেই খেলতে পাঠালেন শুভশ্রী।
https://www.instagram.com/tv/CdCr7DqpYwu/?igshid=YmMyMTA2M2Y=
ব্যাপারটা মাথার উপর দিয়ে গেল? চিন্তা নেই। মুশকিল আসান করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আসলে এই ঝগড়ার দৃশ্যটা পুরোটাই মেকি। ছবির স্বার্থে পরিচালকও অভিনেতা হয়ে গিয়েছেন। রাজ পরিচালিত এবং শুভশ্রী পরমব্রত অভিনীত ‘হাবজি গাবজি’র প্রচারের উদ্দেশেই এত কাণ্ড। ঝগড়াও ভুয়ো।
বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিলে যে কত বড় বিপদ আসতে পারে সেটাই দেখাবে হাবজি গাবজি। বিভিন্ন চলতি জনপ্রিয় অনলাইন গেম শিশুমনের উপরে যে ভয়ঙ্কর প্রভাব ফেলে তার সতর ঘটনা উঠে আসবে এই ছবিতে। আগামী ৩ রা জুন মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘হাবজি গাবজি’।