প্রজাতন্ত্র দিবসের আগের দিনই বিধায়ক রাজের উপরে হামলা! অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (raj chakraborty)। নিজেরই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিটাগড়ে গিয়ে দুষ্কৃতীর হামলার মুখে পড়েন তিনি। মঙ্গলবার টিটাগড়ে একটি পার্কের উদ্বোধন সহ একটি দলীয় কর্মসুচীতে গিয়েছিলেন ব‍্যারাকপুরের তৃণমূল বিধায়ক। সঙ্গে ছিলেন স্থানীয় নেতারাও। সকলের সামনেই রাজের উপরে হামলা হয় বলে অভিযোগ।

জানা যাচ্ছে, মঙ্গলবার একটি দলীয় কর্মসূচীতে যোগ দিতে টিটাগড় গিয়েছিলেন রাজ। সেখানে বড় মসজিদের কাছে ছিল তাঁর কর্মসূচী। সেটা সেরে পার্কের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন‍্য সেখান থেকে বেরোন রাজ। তখনি তাঁর উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে।

   

raj chakroborty
দুষ্কৃতীরা নাকি প্রথমটা রাজকে ধাক্কা মারতে চেয়েছিল। কিন্তু তিনি নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত থাকায় তাদের সেই পরিকল্পনা ব‍্যর্থ হয়। এরপর পরিচালক বিধায়কের নিরাপত্তারক্ষীদের উপরে তারা চড়াও হয় বলে অভিযোগ। তখনি ছুটে আসেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাই বড় কোনো ক্ষতি হয়নি রাজ ও তাঁর নিরাপত্তা রক্ষীদের।

দুজন দুষ্কৃতী হামলার চেষ্টা করেছে বলে দাবি করেছেন প্রত‍্যক্ষদর্শীরা। তাদের নাম গিয়াসু ও পারভেজ। এরা স্থানীয় দুষ্কৃতী বলেই দাবি করছেন বাসিন্দারা। উল্লেখ‍্য, সম্প্রতি এই দুজন তৃণমূলেই যোগদান করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হতেই সুযোগ বুঝে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা।

বিধায়ক রাজের উপরে হামলার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে হাজির হন‍ ব্যারাকপুর পুলিস কমিশনার মানস কুমার বর্মা, ব্যারাকপুর পুলিশ কমিশনার জয়েন্ট সিপি অজয় ঠাকুর,খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক । এছাড়াও সেখানে উপস্থিত হন বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রও। বিষয়টা নিয়ে এখনো মুখ খোলেননি রাজ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর