বাংলাহান্ট ডেস্ক: দ্য কেরালা স্টোরি (The Kerala Story) নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানির পালা অব্যাহত। গত শুক্রবার মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি। আর সোমবারই সে ছবির প্রদর্শন রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ছবি রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতে পারে যাতে বিঘ্নিত হতে পারে আইন শৃঙ্খলা, এমনি কারণ দেখিয়ে সব প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
অদ্ভূত ভাবে দল বিরোধী সুর শোনা গেল রাজের কথায়। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি। সেভাবে দলকে পরিচালনা করা হয়। মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা দল সবথেকে ভালভাবে জানে। আর এক্ষেত্রে বিনোদন ইন্ডাস্ট্রিকেই সবথেকে বেশি টার্গেট করা হয় বলে মন্তব্য করেন রাজ। তাদেরই বিভিন্ন বিষয়ে ব্যবহার করা হয়।
সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা না করলেও রাজ যে নিষিদ্ধ হওয়া ছবির পক্ষেই সুর চড়ালেন তা বুঝতে বাকি নেই কারোরই। পরিচালক বিধায়ককে প্রকাশ্যে সমর্থন করেছেন বিরোধী দলের তারকা সদস্য তথা রাজের ঘনিষ্ঠ বন্ধু রুদ্রনীল ঘোষ।
তিনি অবশ্য আগেই কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে। এবার বন্ধুর সুরে সুর মিলিয়ে রুদ্রনীল বলেন, রাজ চক্রবর্তী শিরদাঁড়ার দাম জানেন। তাঁর মতো অনেকেই আছেন। তিনি এও বলেন, রাজকে পরিচালক বানিয়েছে বাংলার মানুষ। তৃণমূলের দৌলতে তাঁর পরিচিতি হয়নি।
যদিও রাজের বক্তব্যকে অন্য ভাবে দেখছে দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, রাজ চক্রবর্তী একজন পরিচালক হিসেবে নিজের কথা বলেছেন। তবে সিনেমাকে ব্যবহার করে মানুষে মানুষে ভেদাভেদের যে রাজনীতি চলছে তিনি সেটাকেই তুলে ধরেছেন বলে বক্তব্য কুণাল ঘোষের। তবে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করেননি রাজ।