বলিউডের পর টলিউডেও ছবি বয়কটের ডাক, তথাগত রায়কে পালটা জবাবে চুপ করালেন রাজ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে চলছে ছবি বয়কটের (Boycott) ট্রেন্ড। প্রথম সারির একাধিক তারকার ছবি বয়কটের ডাক দেওয়া হচ্ছে নেটমাধ‍্যমে। বর্তমানের ট্রেন্ড মেনে হ‍্যাশট‍্যাগ দিয়ে বয়কটের ডাক উঠছে। এবার টলিউডেও দেখা যাচ্ছে একই রকমের চিত্র। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ছবি ‘ধর্মযুদ্ধ’কে বয়কটের ডাক দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। এবার তার পালটা দিলেন পরিচালক।

রাজের ছবিতে শবনমের ভূমিকায় অভিনয় করেছেন পার্নো মিত্র, যিনি বিজেপির সঙ্গে যুক্ত। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন গেরুয়া শিবিরের হয়ে। জিততে যদিও পারেননি। অবশ‍্য রাজনীতির সঙ্গে অভিনয় জীবনকে কখনো গুলিয়ে ফেলেননি পার্নো। তৃণমূলের বিধায়কের ছবিতে ভিন ধর্মী মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত রায়।

Tathagata Roy PTI Image
টুইটে তিনি কটাক্ষ করেছিলেন, ‘আরে, ইনি ২০২১ বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন কামিনী, সরি প্রার্থী, ছিলেন না ? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ, বেশ! সকলের কাছে আহবান জানাচ্ছি এই ভণ্ডামির সমুচিত উত্তর দিতে। বয়কট করুন ! হিন্দুবিরোধী ভণ্ডামি নিপাত যাক!’

তখন রাজ কোনো মন্তব‍্য করেননি। তবে সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশে রাজের বার্তা, একবার অন্তত ছবিটা দেখুন। তারপর বাতিলের কথা ভাববেন। না, বিজেপি নেতার নাম তিনি সরাসরি নেননি। তবে পরোক্ষে সপাটে জবাব দিতে ছাড়েননি তিনি।

Raj
প্রেমের গল্প থেকে বেরিয়ে রাজনৈতিক ঘরানার ছবি বানিয়েছেন রাজ। এর আগে একই ঘরানার ছবি ‘প্রলয়’ হিট করে গিয়েছিল। ধর্মযুদ্ধ মুক্তি পেয়েছে ১১ অগাস্ট। দু বছরের অপেক্ষার প‍র অবশেষে প্রেক্ষাগৃহে রাজের ছবি। পরিচালক বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ছবির প্রেক্ষাপট মিলে যায়। কোনো না কোনো রাজনৈতিক দলের ভাবনা জায়গা করে নিয়েছে নিশ্চয়ই। বাকিটা দর্শককে বুঝে নিতে হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর