স্ত্রী শুভশ্রী নয়, জীবনের এই বিশেষ মানুষটার নাম শরীরে ট্যাটু করালেন রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকাদের মাঝে ট্যাটু (Tattoo) ব্যাপারটা ক্রমেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অভিনেতা থেকে অভিনেত্রী অনেকেই পছন্দসই ডিজাইন কালিতে আঁকিয়ে নিচ্ছেন নিজেদের শরীরে। অনেকে আবার পাকাপাকি ভাবে লিখিয়ে নেন প্রিয়তম বা প্রিয়তমার নাম। একই পথে হাঁটলেন টলিউড পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। তবে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) নয়, অন্য এক বিশেষ জনের নাম নিজের শরীরে খোদাই করিয়ে নিলেন তিনি।

টলিউডের লভবার্ডস রাজ শুভশ্রী। অনুরাগীরা ভালবেসে জুটির নাম দিয়েছে ‘রাজশ্রী’। একসঙ্গে কাজ করার সূত্রে প্রেম থেকে চার বছর হল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। একে অপরকে কার্যত চোখে হারান তাঁরা। কিন্তু শুভশ্রীর থেকেও গুরুত্বপূর্ণ একজন মানুষ রয়েছে রাজের জীবনে। তার নামই নিজে্য শরীরে ট্যাটু করিয়েছেন পরিচালক।

yuvaan director

সে হল রাজ শুভশ্রীর একমাত্র ছেলে ইউভান। ২০২০ সালে জন্ম হয় পুঁচকের। ছেলের মুখ সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখিয়েছিলেন রাজ-ই। ইউভান তাঁর নয়নের মণি। ছেলেকে কোনো কিছু থেকেই আটকে রাখেন না তিনি। আর ইউভানও ছোট থেকেই দিব্যি দখল জমিয়েছে রাজের অফিসের চেয়ার থেকে তাঁর পরিচালকের চেয়ারেও।

কিন্তু ইচ্ছা থাকলেও ইউভানকে সবসময় চোখের সামনে দেখতে পান না রাজ। কর্মসূত্রে মাঝে মধ্যেই বাইরে বাইরে কাটাতে হয় তাঁকে। তাই ছেলেকে সবসময় নিজের সঙ্গে জুড়ে রাখার এই অভিনব উপায় বের করেছেন রাজ। নিজের হাতের উপরে ইউভানের পায়ের ছাপ এঁকে তার উপরে ছেলের নাম ইংরেজিতে ট্যাটু করিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ট্যাটু তৈরির একটি ভিডিও আর ছবি শেয়ার করেছেন রাজ। তাঁর নতুন ট্যাটু দেখে মুগ্ধ সেলিব্রিটি থেকে আমজনতা। ইমন চক্রবর্তী লিখেছেন, এটা মন ছুঁয়ে গেল। রোহন ভট্টাচার্য লিখেছেন, বাহ। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি। নেটিজেনরাও প্রশংসা করেছেন ট্যাটুর।

প্রসঙ্গত, ২০২০-র সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। তার কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মুখ প্রকাশ্যে এনেছিলেন রাজ। দেখতে দেখতে কেটে গিয়েছে দু বছর। নেটিজেনদের কাছে ইউভান ‘অ্যাডভান্স বেবি’। একা একা উঠে দাঁড়ানো, হামাগুড়ি থেকে হাঁটা সবকিছুই সময়ের আগেই শিখে গিয়েছে সে। বাবা মায়ের দৌলতে দু চাকা থেকে চার চাকায় বসা, শরীরচর্চা সব করে ফেলেছে ইউভান। রাজ শুভশ্রী ছেলেকে কোনো কিছুতেই বাধা দেন না।

ইতিমধ্যেই ইউভানকে বড় স্কুলে ভর্তি করিয়েছেন রাজ শুভশ্রী। পিঠে ব্যাগ ঝুলিয়ে সেজেগুজে ছেলের নতুন স্কুলে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। লাল টিশার্ট, ডেনিম হাফ প্যান্ট, পায়ে জুতো মোজা গলিয়ে, গলায় আই কার্ড আর পিঠে ব্যাগ নিয়ে নতুন স্কুলে যেতে দেখা গিয়েছিল ইউভানকে। অনেকে কমেন্টে লিখেছিলেন, ইউভানকে দ্য হেরিটেজ স্কুলে ভর্তি করেছেন রাজ শুভশ্রী।

সম্পর্কিত খবর

X