ইন্ডাস্ট্রিতে এসেই মনের মানুষ খুঁজে নিলেন সৃষ্টি! ইনিই হতে চলেছেন রাজ-পরিবারের জামাই

বাংলাহান্ট ডেস্ক: স্টারকিড বলা না গেলেও সেলেব পরিবারের সদস্য তো তিনি বটেই। নিজে অভিনয় শুরু করলেও মামা মামির দৌলতেই পরিচিতি বেশি সৃষ্টি পাণ্ডের (Shristi Pandey)। অনেকেই জানেন, তিনি পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ভাগ্নি। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্পর্কে সৃষ্টির মামি হন। মামার পরিচয়ে অভিনয় জগতে পা রাখলেও এখন নিজস্ব পরিচয়ও তৈরি করছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে সৃষ্টির। ৩৯ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ব্যক্তিগত জীবনের অনেকটাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সৃষ্টি। আর এভাবেই তাঁর প্রেম জীবন নিয়েও কৌতূহল দেখা দিয়েছে নেটনাগরিকদের মনে। কার সঙ্গে প্রেম করছেন রাজের ভাগ্নি?

shristi raj

সৃষ্টির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই চোখে পড়বে বেশ কিছু যুগল ছবি। অর্ণব বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। নিজেদের প্রেমের কথা অবশ্য স্বীকার করেননি তাঁরা কেউই। সৃষ্টির কথায়, অর্ণব তাঁর ভাল বন্ধু। তবে তাঁদের যুগল ছবি কিন্তু অন্য কথা বলে।

বিভিন্ন পুজো পার্বণ থেকে শুরু করে ঘুরতে গিয়েও একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্ণব সৃষ্টি। পোস্টের ক্যাপশনগুলিও ইঙ্গিত করছে তাঁদের মাখোমাখো প্রেমের দিকেই। কিন্তু মুখে এখনো কুলুপ এঁটে রেখেছেন দুজনেই। অর্ণবকেও ইতিমধ্যে দেখা গিয়েছে দুটি সিরিয়ালে। ‘ফেলনা’ এবং ‘বৌমা একঘর’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, ফেলনা সিরিয়ালে ছিলেন সৃষ্টি নিজেও। সম্ভবত সেখান থেকেই আলাপ দুজনের।

shristi pandey

প্রসঙ্গত, অভিনয়ে পা রাখার আগে পরিচালক রাজের সঙ্গে ক্যামেরার পেছনের কিছু কাজ শিখেছিলেন সৃষ্টি। ভাগ্নিকে চোখে হারান রাজ। প্রতিটি পারিবারিক গেট টুগেদারেই থাকেন সৃষ্টি। পাশাপাশি মামি শুভশ্রীর সঙ্গেও দারুণ ভাব তাঁর। ছোট্ট ইউভানের সঙ্গে খুনসুটি করার ভিডিও প্রায়ই শেয়ার করতে থাকেন সৃষ্টি।

Niranjana Nag

সম্পর্কিত খবর