আবার বিয়ে করতে চাই, বিবাহবার্ষিকীর দিনেই দাবি রাজ চক্রবর্তীর!

বাংলাহান্ট ডেস্ক: চার বছর বয়স হল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) বৈবাহিক জীবনের। প্রেম নিয়ে অবশ‍্য আরো বেশি। ২০১৮ র ১১ মে সাত পাকে বাঁধা পড়েছিলেন টলিউডের প্রথম সারির পরিচালক ও অভিনেত্রী। বাগদান, গায়ে হলুদ থেকে সিঁদুরদান, রাজ শুভশ্রীর বিয়ের ছবি এখনো দেখতে পছন্দ করেন নেটিজেনরা।

এই চার বছরে দুই থেকে তিন হয়েছেন রাজ শুভশ্রী। তাঁদের পরিবারে এসেছে ছেলে ইউভান। ছোট পরিবার কিন্তু সুখী পরিবার তাঁদের। এই বিবাহ বার্ষিকীর দিনেই এক অদ্ভূত আবদার করে বসলেন পরিচালক বিধায়ক। আবার বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি!

Subhashree Ganguly Weds Raj Chakraborty
সে কী কথা! চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনেই কিনা আবারো বিয়ের ইচ্ছা প্রকাশ রাজের? না না, অত চমকানোরও কারণ নেই। পরিচালক দ্বিতীয় বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন বটে, তবে সেটা স্ত্রী শুভশ্রীকেই। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে রাজের বক্তব‍্য, চারটে বছর যেন চোখের নিমেষে কেটে গেল।

চার বছর আগের এই দিনটা এখনো চোখের সামনে ভাসে রাজের। বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের ভিড়, রোশনাই। আবারো একবার শুভশ্রীর সঙ্গে বাওয়ালি রাজবাড়িতে যেতে চান রাজ। আবারো ঘুরতে চান সাত পাক।

সে বিয়ে কবে হবে তা অবশ‍্য জানাননি পরিচালক। আপাতত তাঁরা দুজনেই ব‍্যস্ত ‘হাবজি গাবজি’র প্রচারে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রচারের ব‍্যস্ততায় বিবাহ বার্ষিকীতে তেমন কিছু আয়োজনও করেননি তাঁরা।

এই চার বছরের মধ‍্যে দু বছর বেশ টালমাটাল পরিস্থিতিতে কেটেছে রাজ শুভশ্রীর। দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন। বাবাকে হারিয়েছেন পরিচালক। আবার ইউভানও এসেছে তাঁদের জীবনে। সময় ভাল হোক বা খারাপ, সব সময়ের শুভশ্রীকে পাশে পেয়েছেন রাজ। নিন্দুকরা যাই বলুক না কেন, আরো ৪০ বছর একসঙ্গে কাটাতে চান ‘রাজশ্রী’ জুটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর