করোনার ভ‍্যাকসিনের অপেক্ষায় দিন গুনছে ছোট্ট ইউভান, ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন বাবা রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন পর ফের ভাইরাল হল শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর (raj chakraborty) ছেলে ইউভানের (yuvaan) ছবি। নিজেই ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করে পরিচালক বাবা জানালেন, করোনার ভ‍্যাকসিনের অপেক্ষায় বসে রয়েছে ইউভান। কারণ সে বাড়ির বাইরে বেরোতে পারছে না। এই ছবিটিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

রাজের শেয়ার করা ছবিতে চোখ কুঁচকে মনে একরাশ প্রশ্ন নিয়ে যেন ক‍্যামেরার দিকে তাকিয়েছে খুদে ইউভান। ছেলের মনের ভাব বুঝেই ক‍্যাপশনে রাজ লিখেছেন, ‘কোভিড ১৯ এর ভ‍্যাকসিন কবে আসবে কেউ বলতে পারো? বাড়িতে বসে আমি বোর হয়ে যাচ্ছি। বাইরেও বেরোতে পারছি না। আমার সাইজের মাস্ক তো বানানো হয় না। কি করি?’


এমন মিষ্টি ছবি যে ভাইরাল হবেই তা বলা বাহুল‍্য। ইউভানকে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কমেন্ট করেছেন মানালি, সায়ন্তিকারাও। এক গুচ্ছ চুমুর ইমোজি দিয়েছেন সায়ন্তিকা। ইউভানকে আদর করে মানালি লিখেছেন, ‘ওলে বাবা’। সঙ্গে হৃদয়ের ইমোজি।

https://www.instagram.com/p/CIZt_4XJ9A7/?igshid=15nv3hcdc4m3i

২ মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। এবার ছেলেকে বাদ দিয়েই ঘুরতে বেরোতে দেখা যায় রাজ ও শুভশ্রীকে। সম্প্রতি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন রাজ। সেখানেই দেখা যায় শুভশ্রীর সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়েছেন তিনি। এছাড়া রাজের গালে আদরের চুমু এঁকে দিতেও দেখা যায় অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/CH4auqygBaJ/?igshid=rzfs01jrit3e

ইউভানকে সামলে এবার নিজের কেরিয়ারের দিকেও ফের মনোযোগ দিতে শুরু করেছেন শুভশ্রী। করোনা আবহে ঘরে ছোট্ট সন্তানের জন‍্য বাইরে বেরিয়ে শুটিংয়ে ভরসা পাচ্ছেন না অভিনেত্রী। তাই বাড়িতেই শুরু করেছেন ফটোশুট। সেই শুটের তোড়জোড়ের একটি ছবিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন শুভশ্রী।

X