মায়ের ভূমিকায় রাজ চক্রবর্তী, ভোটপর্ব মিটতেই ফিরলেন ছেলে ইউভানের কাছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বৃহস্পতিবারই ভোট মিটে গিয়েছে রাজ চক্রবর্তীর (raj chakraborty) নির্বাচনী বিধানসভা কেন্দ্র ব‍্যারাকপুরে। এই প্রথম বার তৃণমূলের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। প্রচার কাজে সুবিধার জন‍্য কয়েক সপ্তাহ ধরে ব‍্যারাকপুরেই থাকছিলেন রাজ। অপরদিকে সম্প্রতি খবর আসে করোনা আক্রান্ত হয়েছেন স্ত্রী শুভশ্রী। ছেলে ইউভানকে (yuvaan) সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয় মায়ের কাছ থেকে।

এমন অবস্থায় স্ত্রী ছেলের জন‍্য প্রাণ কাঁদলেও কিছু করার উপায় ছিল না রাজের। অবশেষে বৃহস্পতিবার ভোট মিটতেই কলকাতায় ফিরে এসেছেন তিনি। এতদিন ইউভান নিজের কেয়ারটেকারের কাছেই ছিল। তবে রাজ ফিরতেই ছেলেকে সামলানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি।


আরবানায় নিজের ফ্ল‍্যাটের ব‍্যালকনিতে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন পরিচালক। বাবার কোলে ইউভান সোজা তাকিয়ে ক‍্যামেরার দিকে। বাবা ফিরে আসায় ছোট্ট ইউভানও খুব খুশি। এই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, দুজনকেই খুব মিস করছেন তিনি।

সবে মাত্র সাত মাস পূর্ণ হয়েছে ছোট্ট ইউভানের। এই সময় যেখানে সবসময় মায়ের কোল ঘেঁষে তার থাকার কথা, সেখানে মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বলা বাহুল‍্য ছেলেকে চোখের সামনে দেখতে না পেয়ে মন পাগল পাগল অবস্থা শুভশ্রী। একই ছাদের তলায় থেকেও ইউভানকে দেখার অনুমতি নেই তাঁর। আলাদা ঘরে শুভশ্রী রয়েছেন কোয়ারেন্টাইনে। ইউভানের যত্ন আত্তি করছে তার কেয়ার টেকার।

https://www.instagram.com/p/COAkdMdp3vY/?igshid=16jo8csptvjc8

ইউভানকে দেখতে না পেয়ে তাই সোশ‍্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন শুভশ্রী। ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে কোনো দিন ভাবিনি।’ পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

https://www.instagram.com/p/COAs-uyAKci/?igshid=6uh07f99blx0

প্রসঙ্গত, সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার ছেলে ইউভান সম্পূর্ণ সুস্থ রয়েছে তাঁর কেয়ারটেকারের কাছে। রাজ ব‍্যারাকপুরে রয়েছেন। আমি এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি ও পরিবিরকে সুরক্ষিত রাখার সব রকম চেষ্টা করছি। দয়া করে মাস্ক পরুন, স‍্যানিটাইজ করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস আবার ফিরে এসেছে। সবাই সাবধানে থাকুন।’

X