বাংলাহান্ট ডেস্ক: ‘বাঙালির ক্রাশ’ এর জন্মদিন! ৪১ এ পা দিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (abir chatterjee)। অনুরাগীরা তো বটেই, ইন্ডাস্ট্রির সতীর্থরাও আগেভাগেই মেতেছিলেন আবিরের জন্মদিনের সেলিব্রেশনে। জন্মদিনের দু দিন আগে থেকেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সেলিব্রেট হয় আবিরের জন্মদিন।
এতদিন মুম্বইতেই ছিলেন আবির। সদ্য সেখান থেকে কলকাতা ফিরেছেন জন্মদিন পালন করবেন বলে। আর আবির ফিরতেই তাঁকে পাকড়াও করেছেন রাজ শুভশ্রী। সোজা নিয়ে চলে এসেছেন নিজেদের বাড়িতে। তারপর কী কী হল তা খানিক মুখে বলেছেন আর খানিক ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়েছেন পরিচালক বিধায়ক।
রাজ শুভশ্রীর বাড়িতে তাঁরা দুজন ছাড়াও রয়েছে আরো এক বড় আকর্ষণ, ছোট্ট ছেলে ইউভান (yuvaan)। সেও কোনো সেলিব্রিটির থেকে কম নয়। এমনকি আবির নিজেও তাঁর ভক্ত হয়ে গিয়েছে। ইউভানকে দেখেই তাকে আদর করার লোভ সামলাতে পারেননি অভিনেতা। কোলে নিয়ে কখনো আদরে আদরে ভরিয়ে দিয়েছেন আবার কখনো ইউভানকে নাচিয়ে নাচিয়ে তার কোঁকড়া চুল ঝাঁকিয়েছেন।
আবিরের আদরের চোটে ছটফটিয়ে উঠে তাঁর স্ত্রীর কোলে পালিয়েছে ইউভান। সেখানেও আদরের ‘অত্যাচার’। অতিষ্ঠ হয়ে নীচে নেমেই ছুট্টে মায়ের কাছে ইউভান। কিন্তু তখন তার মুখে মিষ্টি হাসি। আবিরকে যে তার খারাপ লাগেনি তা বোঝাই যাচ্ছে। ইউভানকে দেখে নিজেও যেন বাচ্চা হয়ে গিয়েথেন অভিনেতা। চেয়ারের ফাঁক দিয়ে খুদের সঙ্গে লুকোচুরি খেলায় মেতেছেন তিনি। সঙ্গে আবার যোগ দিয়েছেন শুভশ্রীর পোষ্য জিলাটোও।
https://www.instagram.com/reel/CWadXpOpSb5/?utm_medium=copy_link
রাজ জানান, খেলার পাশাপাশি হয়েছে আড্ডাও। লকডাউন পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য প্রলয় বা কাঠমুণ্ডুর মতো ছবির সিক্যুয়েল আনা দরকার। সে বিষয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি রাজ জানিয়েছেন, পদ্মনাভ দাশগুপ্ত জমাটি চিত্রনাট্য লিখলেই আবিরকে নিয়ে ছবি তৈরি করবেন রাজ।
জন্মদিন সেলিব্রেশনে আড্ডা, খেলার সঙ্গে সঙ্গে পেটপুজোর ব্যবস্থা তো থাকবেই। অভিনেতার জন্য তাঁর প্রিয় পোলাও আর মাটন রাখা হয়েছিল বিশেষ মেনুতে। খেয়েদেয়ে পেট খুশ, মনও খুশ আবিরের। আড্ডার ফাঁকে নাকি ঘুমিয়েই পড়েছিলেন অভিনেতা। মাঝ রাতে তাঁকে ঘুম থেকে তুলে বাড়ি পাঠিয়েছেন রাজ।