স্ত্রীর দিক থেকে নজর সরে না, ভিডিও শেয়ার করে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমে থাকতে ভালবাসেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly)। অভিনয় সূত্রেই দীর্ঘদিনের প্রেম। তারপর সাত পাকে ঘোরা, আর এখন ছোট্ট ইউভানকে নিয়ে ভরা সংসার রাজ শুভশ্রীর। সুযোগ পেলেই স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক বিধয়ক।

দুদিন আগেই দোলে পরিবারের সঙ্গে চুটিয়ে রঙ খেলেছেন রাজ। তাঁদের অভিজাত আবাসন আরবানায় প্রতি বছরই ধুমধাম করে দোল পালন হয়। অনেক তারকা যোগ দেন সেখানে। কিন্তু ইউভান তো এখনো অনেকটাই ছোট। তার উপরে করোনাও পুরোপুরি বিদায় নেয়নি। তাই ছেলেকে নিয়ে বাইরের হুল্লোড়ে আর যোগ দেননি রাজ শুভশ্রী।


তার বদলে বাড়িতেই পরিবারের সদস‍্যদের সঙ্গে রঙ খেলেছে ইউভান। রঙ খেলা বলতে ছেলের মন রাখতে তার কপালে লাল হলুদ আবিরের ছোঁয়া দিয়েছেন মা শুভশ্রী। তিনি নিজে অবশ‍্য কপালে গালে লাল আবির মেখে রাঙা হয়ে উঠেছেন। সিঁথিতেও জ্বলজ্বল করছে লাল আবির।

সেদিনেরই আরো একটি ভিডিও এবার শেয়ার করলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। সম্ভবত নিজেদের গাড়ির অপেক্ষায়। তাঁর পরনে সাদা ধবধবে কুর্তি ও পালাজো, গালে কপালে লেগে লাল আবির। গাড়ি আসতে রোদের মধ‍্যে দিয়ে হেঁটেই ইউভানকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী।

https://www.instagram.com/reel/CbRudLtp7XI/?utm_medium=copy_link

ভিডিওর নেপথ‍্যে বাজছে ‘চাঁদ বালিয়া’। শুভশ্রীর স্নিগ্ধ রূপে মুগ্ধ রাজ। ক‍্যাপশনে তিনি হিন্দিতে যা লিখেছেন তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, তোমাকে দেখছি নাকি প্রকৃতির শোভা দেখছি। বোঝাই যাচ্ছে স্ত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না রাজ। নেটিজেনরাও মুগ্ধ ভিডিও দেখে। অনেকে আবার ইউভানকে নিয়ে মজা করে লিখেছেন, ‘মিত্তি মায়ের টাকলু ছেলে’।

কিছুদিন আগেই ছেলেকে ন‍্যাড়া করেছেন রাজ শুভশ্রী। দেড় বছর হতেই এক মাথা কোঁকড়া চুল কেটে ছেলেকে ন‍্যাড়া বানিয়ে দিয়েছেন শুভশ্রী। ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘এটা কে? পরিবারের একজন নতুন সদস‍্য। আমাদের ছোট্ট রসগোল্লা ইউভান।’ অন‍্যদিকে শুভশ্রীও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চুলের খোঁজে মাথায় হাত বোলাচ্ছে ইউভান।
মজা করে শুভশ্রী লিখেছেন, সব চুল হাওয়া হয়ে গিয়েছে।

X