বাইরে বেরোনো বারণ, বাবা-মায়ের সঙ্গে দেখা করারও উপায় নেই ইউভানের! বিপন্ন হচ্ছে শৈশব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরপর দু বার করোনা আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তী (raj chakraborty)। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়েছে তাঁদের জীবন। নতুন বছরের শুরুতেই ফের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি। স্ত্রীকে নিয়ে একটি ঘরে আইসোলেশনে রয়েছেন রাজ। অন‍্য একটি ঘরে ন‍্যানির সঙ্গে থাকছে ছোট্ট ইউভান (yuvaan)।

তার বয়স মোটে এক বছর। এর মধ‍্যেই দু দু বার মায়ের থেকে দূরে থাকতে হয়েছে ইউভানকে। একা ঘরে বন্দি থাকতে থাকতে শিশু মনেও তার প্রভাব পড়ে। যে বয়সে বাচ্চাদের দৌড়ে, খেলে বেড়ানোর কথা। সমবয়সী শিশুদের সঙ্গে হুটোপুটি করার কথা, সেখানে ইউভান বন্দি চার দেওয়ালের মধ‍্যে। ছেলের মনের কষ্ট ছুঁয়ে গিয়েছে বাবা রাজ চক্রবর্তীকেও।


সোশ‍্যাল মিডিয়ায় ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। অ্যাপার্টমেন্টের প্লে গ্রাউন্ডে আপন মনে দৌড়াতে, মাঠের ঘাস ছিঁড়তে দেখা গিয়েছে রাজ পুত্রকে। ক‍্যাপশনে পরিচালক বিধায়ক লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে খেলা যাবে না, বাইরে যাওয়া যাবে না, মা বাবার সঙ্গেও দেখা করা যাবে না, এত শত নিষেধাজ্ঞা! সবকিছু ঠিক হয়ে যাক, সবাই সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি।’ কমেন্টে ইউভানকে ‘সাহসী’ বলে প্রশংসা করেছেন শুভশ্রী।

গত ৪ জানুয়ারি সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান তাঁদের করোনা আক্রান্ত হওয়ার কথা। একটি বিবৃতিতে শুভশ্রী লেখেন, ‘আমি এবং রাজ দুজনেরই করোনা ধরা পড়েছে। আমরা নিজেদের আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘন্টায় যারা যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করান এবং নিজেদের আইসোলেশনে রাখুন। দয়া করে সতর্ক থাকুন এবং মাস্ক পরুন। আমরা ঠিক আছি, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসায় এই বিপদ থেকে উদ্ধার পাবোই।’

https://www.instagram.com/reel/CYiyNxcFBi3/?utm_medium=copy_link

তবে চিন্তার কোনো কারণই নেই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাজ শুভশ্রী। আইসোলেশনে থাকার সময়েও মনকে ইতিবাচক করে রেখেছিলেন অভিনেত্রী। কখনো যোগাসন করে, কখনো মজার ভিডিও বানিয়ে, আবার কখনো ইউভানের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিজের মনকে শান্ত রাখছিলেন শুভশ্রী।

সম্পর্কিত খবর

X