প্রকাশ‍্যে শুভশ্রীর বেবি বাম্পের ছবি, শুভেচ্ছার বন‍্যা অনুরাগীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই এসেছে রাজ(raj chakraborty) ও শুভশ্রীর (subhashree ganguly) সন্তান আগমনের খবর। সেই খবর নিয়েই টলিপাড়া সরগরম রয়েছে এখন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী।
নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দুটি ছবি শেয়ার করে এই খবর জানান শুভশ্রী ও রাজ। দুজনের পরনেই কালো টিশার্ট। রাজের শার্টে লেখা, ‘হবু বাবা’ ও অভিনেত্রীর শার্টে লেখা ‘মা হতে চলেছেন’। এবার শুভশ্রীর বেবি বাম্পের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন রাজ। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।

https://www.instagram.com/p/CADD2Ygpfpz/?igshid=vn0uh9h3t1qx

https://www.instagram.com/p/B_9LNiRpQIE/?igshid=18hhe0bo4fdh6

এদিন অভিনেত্রীর পরনে ছিল ট্র‍্যাডিশনাল দক্ষিণ ভারতীয় শাড়ি ও সঙ্গে মানানসই লাল ব্লাউজ। পাশে সাদা পাঞ্জাবিতে রাজকেও লাগছিল বেশ। ছবির ক‍্যাপশনে পরিচালক লেখেন, ‘তোমার বাইরের ও অভ‍্যন্তরের সৌন্দর্য আমায় প্রতিবার মুগ্ধ করে। মনে হয় আমি ক্লাউড নাইনে আছি।’

https://www.instagram.com/p/CA4MKNRJTQp/?igshid=1fxzloqgrj2gj

https://www.instagram.com/p/CAUbNO5pKY9/?igshid=104s1qu8m180j

সম্প্রতি জানা যায়, রাজ শুভশ্রীর বাইপাসের অভিজাত আবাসনে ধরা পড়েছে করোনা। আবাসনের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। ওই একই আবাসনে থাকেন রাজ, শুভশ্রী, পায়েল, অরিন্দম শীল সহ বেশ কয়েকজন নামজাদা তারকা। রাজ জানান, ওই ব‍্যক্তি রাজদের ফ্ল‍্যাটের কয়েকটি ফ্লোর নীচেই থাকেন।

X