বাংলাহান্ট ডেস্ক: সদ্য আজমের শরিফ দরগা থেকে ঘুরে এসেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তাঁদের সঙ্গী হয়েছিল ছোট্ট ইউভানও (Yuvaan)। জয়পুর ঘুরতে গিয়ে প্রথমেই দরগায় প্রার্থনা করতে গিয়েছিলেন তাঁরা। যেখানেই ঘুরতে যান না কেন, সেখানকার ধর্মীয় স্থানে অবশ্যই ঢুঁ মারেন রাজ শুভশ্রী। বাদ যায়নি আজমেরও।
নিয়ম মেনেই মাথায় ফেজ টুপি পরে দরগায় ঢুকেছিলেন রাজ। ওড়না দিয়ে মাথা ঢেকেছিলেন শুভশ্রী। ছোট্ট ইউভানকেও ফেজ পরিয়ে দিয়েছিলেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই রেগে আগুন কট্টরপন্থীরা।
ব্রাহ্মণ হয়ে ফেজ টুপি পরে দরগায় গিয়েছেন রাজ! আবার ছেলেকেও নিজের দলে টেনেছেন। এত ঔদ্ধত্য! কুরুচিকর কটাক্ষে ভরে গিয়েছিল কমেন্ট বক্স। রেহাই পায়নি বছর দেড়েকের ইউভানও। এমনকি রামপুরহাটের সদ্য প্রয়াত তৃণমূল কর্মী ভাদু শেখ ও ধৃত আনারুল হোসেনের সঙ্গেও তুলনা টানা হয়েছিল ইউভানের!
এতদিন বিষয়টা নিয়ে চুপই ছিলেন রাজ শুভশ্রী। পরিচালক বিধায়ক আগেই জানিয়েছিলেন, তাঁরা যেখানেই ঘুরতে যান না কেন, সেখানকার ধর্মীয় স্থান অবশ্যই দর্শন করেন। এর আগে পুরী ঘুরতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেছিলেন তাঁরা। তেমনি এবারে বাদ দিলেন না প্রখ্যাত আজমের শরিফ দরগাও।
কিন্তু যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে ছোট্ট ছেলেকে তাতে চুপ করে থাকতে পারেননি রাজ। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি এতটা নীচে নেমে গিয়েছে সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছেন তিনি। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে রাজ সব ধর্মে বিশ্বাসী।
তিনি বলেন, এই ধরনের ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেবেন না। শুধু দরগা বা মন্দির নয়, সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসেন তিনি। তা নিয়ে কে কী বলল তাতে তাঁর কিছুই যায় আসে না। কিন্তু যারা এই ধরনের মিম বানাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন রাজ। নয়তো একটা ছোট বাচ্চাকে তারা টেনে আনতেন না।