স্পাইডার ম্যান থিম কেক! মায়ের কোলে ইয়ালিনী, দাদা ইউভানের কেক কাটা দেখে অবাক ছোট্ট বুনু

বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে চোখের নিমেষে যেন বড় হয়ে গেল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান (Yuvaan)। গতকাল ১২ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। এদিন চার বছরে পা দিয়েছে এই তারকা সন্তান। বৃহস্পতিবার  দাদা ইউভানের (Yuvaan) জন্মদিনেই প্রথমবার প্রকাশ্যে এসেছে ছোট্ট বোনু ইয়ালিনীর (Yaalini) ছবি। ঝাঁকড়া চুলে বড় বড় চোখে ইয়ালিনির তাকানো দেখেই মন গলে গিয়েছে নেটিজেনদের। প্রথম দেখাতেই রাজ-কন্যাকে আদরে ভরিয়ে দিয়েছেন গোটা নেটপাড়া।

ইউভানের (Yuvaan) বার্থডে সেলিব্রেশন

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে, গতকালই প্রথমবার সামনে এসেছে ইয়ালিনীর প্রথম ঝলক। যা দেখে গতকাল দিনভর ইউভানকে (Yuvaan) জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইয়ালিনীকে আদরে ভরিয়েছেন অনুরাগীরা। তবে শহরের এই অশান্ত পরিস্থিতে তিলোত্তমা বিচার না পাওয়ায় এখনও একেবারেই মন ভালো নেই শুভশ্রীর।

তাই উৎসবে না ফিরলেও এদিন ইউভানের বার্থডে সেলিব্রেট করতে ভোলেননি মাম্মা শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় নিজে সেই ছবি না দিলেও ইন্সটাস্টোরিতে আপনজনের দেওয়া সেই সমস্ত ছবি এবং ভিডিও নিজের নিজেও শেয়ার করলেন নিজের ইন্সটা স্টোরিতে।

এদিন শহরের একটি নামি শপিং মলে গিয়ে ছেলে ইউভানের জন্মদিন সেলিব্রেট করেছেন শুভশ্রী। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে সেখানে এন্টি নিচ্ছেন মাম্মা শুভশ্রী। এদিন ইউভানের জন্মদিনের থিম ছিল স্পাইডারম্যান।

আরও পড়ুন : বিরতি কাটিয়ে আবার কামব্যাক করছেন দীপান্বিতা! কোন চ্যানেলে ফিরছেন ছোটপর্দার ‘তুঁতে’?

সেখানে মা ছেলে দুজনেই ম্যাচিং করে পরেছিলেন একই টি শার্ট। পাশেই দেখা মিলল পরিচালক রাজ চক্রবর্তীর-ও।  কিছুক্ষণ পরেই দেখা গেল সুন্দর করে চুল বেঁধে,মাম্মা শুভশ্রীর কোলে বসে দাদার কেক কাটা দেখছে ইয়ালিনি। বড় বড় চোখে এত লোকজন আর হৈ-হুল্লোড় দেখে অবাক সে।

এদিন ইউভানের বার্থডে পার্টিতে হাজির  ছিল তার একদল বন্ধু-বান্ধব। প্রসঙ্গত জন্মের পর থেকেই মেয়ে ইয়ালিনির ছবি এতদিন আড়ালেই রেখেছিলেন শুভশ্রী। অবশেষ ইউভানের চার বছরের জন্মদিনেই প্রথম দশ মাসের ইয়ালিনীর ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যদিও তার আগেই শুভশ্রী জানিয়েছিলেন ইয়ালিলিকে দেখতে অবিকল তাঁর দাদা ইউভানের মতোই হয়েছে। আর এদিনইয়ালিনীর ছবি দেখেও সেই একই কথা বললেন নেটিজেনরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর