প্রতি বছর রথে পুরী যাওয়া চাইই, ছেলে ইউভানের মাথার চুল জগন্নাথের পায়ে অর্পণ করতে চান ভক্ত রাজ

বাংলাহান্ট ডেস্ক: পুরীতে (Puri) আজ মহোৎসব। রথযাত্রা (Rathyatra) উপলক্ষে সেজে উঠেছে শ্রীক্ষেত্র। অবশ‍্য শুধু জগন্নাথ (Jagannath) ধাম নয়। এ রাজ‍্যের ইস্কন, মাহেশেও চলছে মহা ধুমধাম। রথ নিয়ে বেরিয়ে পড়েছেন শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। করোনা কালের পর দশ লাখের উপরে ভক্ত সমাগম হয়েছে। তবে ইচ্ছা থাকলেও এবারে জগন্নাথ দর্শন করতে পুরীতে যেতে পারেননি রাজ চক্রবর্তী‌ (Raj Chakraborty)।

এমনিতে তিনি কোনো বছরই পুরীর রথযাত্রা বাদ দেন না। জগন্নাথ ভক্ত তিনি ছোট থেকেই। সেই সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রথযাত্রার সঙ্গে। এই বিশেষ দিনে স্মৃতি হাতড়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রাজ। তাঁর ছোটবেলা কেটেছে ব‍্যারাকপুরে। এই দিনে নিজে রথ টানা থেকে শুরু করে রথের মেলায় ঘোরা, সবই করতেন রাজ।

IMG 20220701 154325
আর পাঁচটা ছেলেপুলের মতো তিনিও রাস্তায় বেরোতেন বাড়িতে সাজানো, পুজো করা রথ নিয়ে। তারপর চলত ছোটবেলার প্রতিযোগিতা। আর রথের মেলার চিরাচরিত আকর্ষণ পাঁপড় ভাজা, জিলিপি, বাঁশি তো ছিলই। সেসব সোনালি দিন এখন স্বপ্নের মতো মনে পড়ে।

পুরীর রথযাত্রার সঙ্গে রাজের যোগসূত্র হয় মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ‍্যমে। পরিচালক বিধায়ক জানান, মন্ত্রীর সঙ্গেই প্রথম বার রথযাত্রার সময় তিনি পুরীতে যান। তারপর থেকে নিয়ম হয়ে গিয়েছিল রাজের। যত ভিড়ই হোক না কেন, রথের সময়ে জগন্নাথ ধামে তিনি যেতেনই।

তবে এ বছরটা তিনি বাদ দিয়েছেন ছেলের মুখ চেয়ে। আসলে গত দু বছর করোনা আবহে জন সাধারণের জন‍্য রথের সময়ে পুরীতে আসা বন্ধ থাকলেও এবারে আবারো সবার জন‍্য অবারিত দ্বার‌ তাই স্বাভাবিক ভাবেই ভিড় বেশি। করোনার ভয় উপেক্ষা করে ছোট ইউভানকে নিয়ে ওই ভিড়ে যেতে রাজি নন রাজ।

https://www.instagram.com/tv/CfdMAPMp1Ed/?igshid=YmMyMTA2M2Y=

তবে রথযাত্রা থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। এবারে তাঁর রথযাত্রা কাটবে একটু অন‍্য ভাবে। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় এবং ইউভানকে নিয়ে এখন আমেরিকায় পাড়ি দিচ্ছেন পরিচালক। সেখানকার বাঙালি পাড়ায় জগন্নাথ দর্শন করবেন তিনি।

পরে দেশে ফিরে যাবেন পুরী। দেরিতে হলেও শ্রী জগন্নাথকে পুজো দেবেন রাজ। তাছাড়া আরো একটি পরিকল্পনা রয়েছে তাঁদের। ইউভানের দেড় বছর হতেই চুল কাটিয়ে ন‍্যাড়া করে দিয়েছিলেন রাজ শুভশ্রী। সেই চুল জগন্নাথের পায়ে অর্পণ করার ইচ্ছা রয়েছে বলে জানান পরিচালক।


Niranjana Nag

সম্পর্কিত খবর