বাংলাহান্ট ডেস্ক: ফের দুঃসংবাদ পরিচালক রাজ চক্রবর্তীর (raj chakraborty) পরিবারে। প্রয়াত হলেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। শুক্রবার সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে কোয়ারান্টাইনে থাকার জন্য বাবাকে শেষ দেখা দেখতে পারবেন কিনা জানা যায়নি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাজ চক্রবর্তীর বাবার। অপরদিকে কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন রাজ। তবে তাঁর পরিবারের অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানান পরিচালক।

বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন রাজ চক্রবর্তী। আজই তাঁর ফাইনাল করোনা পরীক্ষার রিপোর্ট আসার কথা। অপরদিকে আজই সকালে অন্তিম কাজ করার কথা রাজের বাবার। এই মুহূর্তে তাঁর পরিবারে রয়েছেন রাজের মা, স্ত্রী শুভশ্রী ও দুই দিদি।
গত ১৭ অগাস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রাজ চক্রবর্তী। পরিচালকের বাবা তখন হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ ছিল। পরিবারের বাকিদেরও টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।
রাজ টুইটে লেখেন, ‘আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তাঁর রিপোর্ট দুবারই নেগেটিভ এসেছে। এখন হোম কোয়ারেন্টাইনেই রয়েছি। পরিবারের বাকি সদস্যদের টেস্ট করা হবে।’

রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী এখন অন্তঃসত্ত্বা। স্বাভাবিক ভাবেই তাঁর স্বাস্থ্য নিয়েই চিন্তিত রয়েছেন সকলে। সম্প্রতি বাড়িতে সাধের অনুষ্ঠান হয় অভিনেত্রীর। এরপর ২৯ সেপ্টেম্বর নতুন অতিথির আগমনের জন্যই অপেক্ষা করছেন সকলে।
লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে সাবধানতা অবলম্বন করে বাড়িতেই হয় শুভশ্রীর সাধের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্যরা। এরপর ২৯ সেপ্টেম্বর নতুন অতিথির আগমনের জন্যই অপেক্ষা করছেন সকলে।
পরনে হলুদ শাড়ি, হালকা সোনার গয়না, হালকা মেকআপেও উপচে পড়ছে শুভশ্রীর ‘প্রেগনেন্সি গ্লো’। এমন মোহময়ী রূপেই সাধের দিন ধরা দেন অভিনেত্রী। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বয়ে যায় শুভেচ্ছার বন্যা। অনুরাগীরা তো বটেই, শুভশ্রীর টলিপাড়ার বন্ধুবান্ধব ও সহকর্মীরা কেউই বাদ যাননি কমেন্ট করতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, অঙ্কুশ, প্রিয়াঙ্কা সকলেই শুভেচ্ছা জানান শুভশ্রীকে।