বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের (Kapoor Family) রাজত্ব চলছে প্রায় চার দশক ধরে। এক কথায় বলা চলে, বি-টাউনে (Bollywood) যে কয়েকটি ক্ষমতাবান পরিবার রয়েছে তাঁদের মধ্যে অন্যতম এই কাপুর পরিবার। পরিচালক রাজ কাপুরের (Raj Kapoor) হাত ধরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল এই পরিবার। আজও এই পরিবারের বহু সদস্য স্বমহিমায় টিকে রয়েছেন বলি দুনিয়ায়।
কেবলমাত্র ভারতে নয়। রাজ কাপুরের সম্পত্তি রয়েছে পাকিস্তানেও। যদিও বর্তমানে সেই বাড়ির মালিক অন্য কেউ। কয়েকদিন আগেই রাজ কাপুরের সেই বাড়ি ভেঙে শপিং মল তৈরির আর্জি জানিয়ে আদালতের দুয়ারে কড়া নাড়তে গিয়েছিলেন ওই বাড়ির বর্তমান মালিক। কিন্তু খালি হাতেই ফিরতে হল তাঁকে।
রাজ কাপুরের বাড়ি ভাঙার নির্দেশ দিলনা আদালত। বরং সেই বাড়ি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিতে বলা হয়েছে পাকিস্তান সরকারকে। এমনকি হেরিটেজ তকমা দেওয়া হয়েছে সেই বাড়িটিকে। এর আগেও একইভাবে বলি অভিনেতা দিলীপ কুমারের বাড়ি রক্ষনাবেক্ষন করা হয়েছিল আদালতের নির্দেশে।
তবে এই প্রথম নয়। এর আগেও রাজ কাপুরের হাভেলি বিক্রির অভিযোগ উঠেছিল ওই বাড়ির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন কাদার। তিনি জানিয়েছিলেন, ‘এই বাড়ি বিক্রি করতে চাননি তিনি। বরং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছেন এই বাড়ির সমস্ত দায়িত্ব গ্রহণের জন্য’।
শোনা যায়, এই বাড়ির দাম প্রায় ২০০ কোটি টাকা রেখেছিলেন কাদার। তবে পাক সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২ কোটি টাকার কিছু বেশি টাকা দিয়ে কিনে নেওয়া হয় এই বাড়ি। আর এবার আদালতের নির্দেশ মেনে এই বাড়ি রক্ষনাবেক্ষন করা হবে বলেই জানা যাচ্ছে।